ঢাকা, মঙ্গলবার, ৪ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দুই শিশু ধর্ষণ: অভিযুক্ত নুরু রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
বগুড়ায় দুই শিশু ধর্ষণ: অভিযুক্ত নুরু রিমান্ডে

বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা নুরুল ইসলাম নুরুর (৩৯) দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

সোমবার (১৭ মার্চ) দুপুরে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক সুমাইয়া সিদ্দিকা শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

দিনমজুর নুরুল ইসলাম নুরু বগুড়া কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা।  

গত বুধবার (১২ মার্চ) শিশু দুটি খেলছিল। এসময় কিছু খাওয়ানোর লোভ দেখিয়ে শিশু দুটিকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন নুরু। পরদিন বৃহস্পতিবার (১৩ মার্চ) ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পায়৷ বিষয়টি জানাজানি হলে এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত নুরু।  

শুক্রবার (১৪ মার্চ) রাতে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয়। পরে ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুরুর নামে মামলা করা হয়৷ শিশু দুটি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷

বগুড়া কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন জানান, বেলা ১১টার দিকে বগুড়া ডিবি পুলিশ নুরুকে আদালতে নিয়ে আসে। এরপর দুপুরের দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা নুরুকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানির পর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
কেইউএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।