ঢাকা, মঙ্গলবার, ৪ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে ছাত্রলীগ নেতা আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
রাঙামাটিতে ছাত্রলীগ নেতা আটক 

রাঙামাটি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ মোজলেহ উদ্দীন ইমরোজকে (২৮) আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৬ মার্চ) রাতে জেলা শহরের আলম ডক ইয়ার্ড নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মীদের (ছাত্রলীগ) নিয়ে দোয়া ও ইফতার বিতরণ কর্মসূচি পালন করে ছাত্রলীগের এ নেতা।

পরবর্তীতে এসব কার্যক্রমের ছবি তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করলে স্থানীয় বিএনপি ও জামায়াতের কর্মীদের নজরে এলে তারা তাকে মারধর করে এবং পুলিশকে খবর দেয় বলে এ নেতার পরিবারের অভিযোগ। পুলিশ এসে ছাত্রলীগের এ নেতাকে আটক করে নিয়ে যায়।

ইমরোজের বাবা জমির উদ্দিন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।

রাঙামাটির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দীন বলেন, ডেভিল হান্টের নিয়মিত অভিযানের সময় ছাত্রলীগের এ নেতাকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।