ঢাকা, বুধবার, ৫ চৈত্র ১৪৩১, ১৯ মার্চ ২০২৫, ১৮ রমজান ১৪৪৬

জাতীয়

খিলক্ষেতে শিশু ধর্ষণের অভিযোগ ও পুলিশের ওপর হামলায় মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
খিলক্ষেতে শিশু ধর্ষণের অভিযোগ ও পুলিশের ওপর হামলায় মামলা একদল লোক পুলিশের গাড়ি ভাঙচুর করে ওই কিশোরকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে রক্তাক্ত করে (ছবি ভিডিও থেকে নেওয়া)

ঢাকা: রাজধানী খিলক্ষেতে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় সজীব ও ইউসুফ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আর শিশু ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর পরিবার থেকে আরেকটি মামলা করা হয়েছে। সেই মামলায় অভিযুক্ত কিশোরকে (১৬) আসামি করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গতকাল রাতে খিলক্ষেত বাজার এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ নিজেই বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করে। সেই মামলায় সজীব ও ইউসুফ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে শিশু ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর পরিবার থেকে একটি মামলা করা হয়েছে। সেই মামলায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সে বর্তমানে পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের সার্জারি স্পেশালিস্ট চিকিৎসক ডা. শিশির কুমার ঘোষ জানান, ওই কিশোরের অবস্থা স্থিতিশীল। তার শরীরের বিভিন্ন স্থানে জখম আছে। এছাড়া মাথায় কোনো রক্তক্ষরণ হয়নি। হাসপাতালের কাগজে-কলমে তার বয়স দেখানো হয়েছে ১৬ বছর, কিন্তু স্বজনরা বলছেন, তার বয়স হবে ১২-১৩ বছর।

আর ভুক্তভোগী শিশুটি ঢামেক হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি। সকালে তার ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়।

এর আগে গত মঙ্গলবার (১৮ মার্চ) রাতে এক শিশুকে ধর্ষণের অভিযোগে ওই কিশোরকে আটক করা হয়। পুলিশ তাকে থানায় নিয়ে আসার সময় খিলক্ষেত বাজার এলাকায় একদল লোক পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে ওই কিশোরকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। হামলার ঘটনায় পুলিশ কর্মকর্তা আশিকুর রহমান আশিকসহ সাতজন আহত হন। রাতেই ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত কিশোরকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।