ঢাকা: রাজধানীর উত্তরখান ও দক্ষিণখান এলাকায় খাদ্যে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানায় ক্ষতিকারক ফুড কালার ও কেমিক্যাল ব্যবহার করায় তিন প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) সালমান নূর আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত রাজধানীর দক্ষিণখান থানাধীন মদিনা বেকারি এবং সুমাইয়া বেকারি ও উত্তরখান থানাধীন নিউ রাজধানী বেকারিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
এ সময় তেজগাঁও বিএসটিআইয়ের পরিদর্শক তরিকুল ইসলাম সুমনের উপস্থিতিতে ও ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মদিনা বেকারিকে ৫০ হাজার টাকা, নিউ রাজধানী বেকারিকে ৫০ হাজার টাকা এবং সুমাইয়া বেকারিকে এক লাখ টাকাসহ মোট দুই লাখ টাকা অর্থদণ্ড করে। এসব কারখানায় ব্যবহার করা ক্ষতিকারক ফুড কালার এবং কেমিক্যাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করে ধ্বংস করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এরকম অসঙ্গতি পরিলক্ষিত হলে এসব কারখানা বন্ধ করা হবে বলে তাদের সতর্ক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মার্চ ২০, ২০২৫
এমএমআই/আরআইএস