অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অপরাধে নাটোরে তিনটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে জেলা শহরের হুগোলবাড়িয়া ও স্টেশন বাজার এবং মাদারা মোড় এলাকায় পৃথক তিনটি অভিযান চালানো হয়।
অভিযানে সহযোগিতা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প কমান্ডার হাফিজ আল আসাদসহ র্যাবের একটি দল।
অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসান এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরের দিকে জেলা শহরের হুগোলবাড়িয়া মামুন বেকারি এবং স্টেশন বাজার ননীবালা মিষ্টান্ন ভাণ্ডার এবং মাদারা মোড় এলাকায় সূর্য সুইটস নামে তিনটি প্রতিষ্ঠানের কারখানায় পৃথকভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মামুন বেকারির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং ননীবালা মিষ্টান্ন ভাণ্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং সূর্য সুইটসের কারখানায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই ঘি উৎপাদন করায় নিরাপদ খাদ্য আইনের আওতায় তাদের জরিমানা করা হয়। এদের মধ্যে মামুন বেকারিকে ২০ হাজার, ননীবালা মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার ও সূর্য সুইটসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের সতর্ক করে দেওয়া হয় যাতে এ ধরনের পরিবেশে আর খাদ্যদ্রব্য তৈরি সংরক্ষণ এবং বিক্রয় না করা হয়।
বাংলাদেশ সময় : ঘন্টা, মার্চ ২৫, ২০২৫
এসআরএস