ঢাকা, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ঈদের দিনে নিহত সুমাইয়ার পরিবারের পাশে মাহফুজ আলম

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
ঈদের দিনে নিহত সুমাইয়ার পরিবারের পাশে মাহফুজ আলম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই আন্দোলনে নিহত সুমাইয়া আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। জুলাই আন্দোলন চলাকালীন বাড়িতে থেকে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নিহত হন সুমাইয়া আক্তার।

সোমবার (৩১ মার্চ) সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডে সুমাইয়ার বাসায় আসেন মাহফুজ আলম ও নারায়ণগঞ্জ জেলা এনসিপির নেতাকর্মীরা। এ সময় উপদেষ্টা মাহফুজ আলম নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের ঈদ উপহার তুলে দেন।

এ সময় মাহফুজ আলম বলেন, সুমাইয়ার মতো এমন অসংখ্য মানুষ বিগত ফ্যাসিস্ট হাতে নির্মমভাবে খুনের শিকার হয়েছেন বর্তমান সরকার এ সকল হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়নে তৎপর রয়েছে। ভুক্তভোগী এসকল পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য।

এসময় তার সাথে ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, তামিম আহমেদ ও দক্ষিণঅঞ্চলের সংগঠক শওকত আলি, এনসিপি নারায়ণগঞ্জ সংগঠক জোবায়ের হোসেন তামজীদ, ফয়সাল আহমেদ  ফজলে রাব্বি, সোহেল খান সিদ্দিক, রাইসুল ইসলাম, শাহাবুদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।