ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাব্বির আহমেদ (২৪) নামে এক যুবককে ঘর থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সাব্বির উপজেলার কায়েমপুর ইউনিয়নের পানিয়ারুপ পশ্চিমপাড়া গ্রামের হানিফ ভুঁইয়ার ছেলে।
শনিবার (৫ এপ্রিল) সকালে ওই যুবককে হত্যার অভিযোগ নিয়ে কসবা থানায় আসেন নিহতের পরিবারের লোকজন।
নিহতের স্বজনরা জানান, দুবাইতে প্রবাস জীবন কাটিয়ে দেশে এসে সাব্বির ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। সম্প্রতি ঈদের ছুটিতে তিনি বাড়িতে বেড়াতে আসেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাওয়া শেষ করে তিনি ঘরে শুয়ে পড়েন। রাতে অজ্ঞাত কয়েকজন এসে তাকে ডেকে নিয়ে যান। পরে গভীর রাতে খায়রুল নামের এক যুবক এসে পরিবারকে জানায় সাব্বির গুরুতর অসুস্থ। পরে পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। এ সময় তিনি জানান তাকে কয়েকজন ডেকে নিয়ে গিয়েছিল এরপরই তিনি অচেতন হয়ে পড়েন।
তাকে দ্রুত কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজনের দাবি সাব্বিরকে ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (৫ এপ্রিল) আব্দুল কাদের জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি টিম। এ ঘটনায় খায়রুল নামে এক যুবককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন রাতে সাব্বির কসবা-নয়নপুর সড়কের পানিয়ারুপ এলাকাতে মাদকের ট্রাক আটকানোর জন্য অবস্থান করছিলেন। ধারণা করা হচ্ছে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৫
আরএ