খুলনা: ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য, ইসলামিক টিভির খুলনা প্রতিনিধি ও দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাতের মুক্তি দাবি করেছেন খুলনায় কর্মরত সহকর্মী সাংবাদিকরা।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ দাবি জানান।
কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহকারী মহাসচিব, এমইউজের সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন।
এমইউজের ট্রেজারার ও দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও এমইউজের সিনিয়র সদস্য বাংলাভিশনের খুলনা বিভাগীয় প্রধান আতিয়ার পারভেজ, বাংলাদেশ মানবাধিকার সংস্থার খুলনার সমন্বয়কারী মোমিনুল ইসলাম, মানবাধিকার সংগঠন অধিকারের ডিফেন্ডার ও এমইউজের নির্বাহী সদস্য মুহাম্মদ নুরুজ্জামান, দৈনিক প্রবর্তনের বার্তা সম্পাদক ডি এম রেজা।
সমাবেশে বক্তারা বলেন, গাজীপুরের শ্রীপুর থানা আওয়ামী লীগ নেতা হত্যা মামলার আসামীকে কথিত অপহরণ ও চাঁদা দাবির ঘটনায় মামলা করেছেন তার পুত্র নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা। পুলিশ ও প্রশাসনের যেখানে আওয়ামী লীগের লুটেরা, খুনীদের খুঁজে বের করে আইনের হাতে সোপর্দ করার কথা, সেখানে পরিকল্পিতভাবে একজন কর্মরত পেশাদার সাংবাদিককে অপরাধী সাজাতে গ্রেপ্তার করা হয়েছে।
তরা বলেন, সাংবাদিক জিয়া বিগত দেড় দশক খুলনার রাজপথে আওয়ামী সরকারের গণমাধ্যমের কণ্ঠরোধী ও সাংবাদিক নির্যাতনের সকল ঘটনার প্রতিবাদে সক্রিয়ভাবে উপস্থিত থাকতেন। মামলার এজাহার পড়লেই যে কেউ বুঝবেন এই ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই।
মিথ্যা মামলা তুলে নিয়ে জিয়ার মুক্তির দাবি জানান তারা।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৫
এমআরএম/এসআইএস