কুমিল্লা: পলাতক সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেল একদল দুর্বৃত্ত মিছিল করতে করতে মজিবুল হকের বাড়িতে প্রবেশ করে। এসময় বিলাসবহুল বাড়িটির কাঁচের জানালা, চেয়ার টেবিল ভাঙচুর ও লেপ তোশকে অগ্নিসংযোগ করে। এছাড়া বাইরে পড়ে থাকা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন জানান, সাবেক এমপির বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান করছি। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
নাম প্রকাশে অনিচ্ছুক মজিবুল হকের পাশের বাড়ির এক যুবক জানান, শনিবার আসরের নামাজের পর একদল যুবক 'সন্ত্রাসীদের আস্তানা চৌদ্দগ্রামে থাকবে না'-স্লোগান দিতে দিতে মজিবুল হকের বাড়িতে প্রবেশ করেন। এরপরই তারা ভবনের নিচতলার চেয়ার টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পুনরায় তারা মিছিল করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়।
বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
এমএম