ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

দর্শনার্থীদের মুগ্ধ করছে কৃত্রিম জলপ্রণালী বাহাগিলি ব্রিজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
দর্শনার্থীদের মুগ্ধ করছে কৃত্রিম জলপ্রণালী বাহাগিলি ব্রিজ কৃত্রিম জলপ্রণালী বাহাগিলি

নীলফামারী: ব্যতিক্রম ব্রিজ। যার ওপর দিয়ে প্রবাহিত হয় তিস্তা সেচের বগুড়া ক্যানেলের পানি আর নীচ দিয়ে প্রবাহিত হয় যমুনেশ্বরী নদীর পানি।

এটির নাম একুডাইক্ট বা কৃত্রিম জলপ্রণালী। স্থানীয়ভাবে এটি বাহাগিলি ব্রিজ নামে পরিচিত।  

নীলফামারীর কিশোরগঞ্জের বাহাগিলিতে এই কৃত্রিম জলপ্রণালীটি অবস্থিত। এ ধরনের ব্রিজ উত্তর জনপদের আর কোথাও নেই। ফলে লোকজন আসেন এটি দেখতে। বিশেষ করে ঈদ ও উৎসবে লোকজনের ভিড় লক্ষ্য করা যায়। জেলার এ উপজেলায় বিনোদনের কোনো ব্যবস্থা না থাকায় এ ব্রিজটিতে ভিড় করেন দর্শনার্থীরা।  

কিশোরগঞ্জের বাসিন্দা ও কলেজছাত্রী আনজু আরা জানান, অবহেলিত উপজেলা নীলফামারীর কিশোরগঞ্জ। এখানে তেমন শিল্প কল-কারখানা গড়ে উঠেনি। গড়ে উঠেনি কোনো বিনোদনকেন্দ্র। ফলে স্থানীয় লোকজন ছাড়া বাইরের লোকজনও কৃত্রিম জলপ্রণালীটি দেখতে আসেন। কিন্তু এ ব্রিজ এলাকায় বসার জায়গা নেই, ভালো মানের কোনো খাবারের দোকানও নেই। ফলে লোকজনকে ঝামেলা ও বিড়ম্বনায় পড়তে হয়। শিশুদের রাইডসহ নানা সুযোগ-সুবিধা বাড়ালে হতে পারে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান।  

এ ব্যাপারে সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, এলাকাটিতে বসার জায়গা ও খাবার হোটেলের ব্যবস্থা করা হচ্ছে। কেউ যদি লিজ নিয়ে করতে চায় ওপরের নির্দেশনায় তা করে দিতে পারি।   

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।