ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

রেশনিং চালুসহ ৯ দাবি সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, এপ্রিল ৭, ২০২৫
রেশনিং চালুসহ ৯ দাবি সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের

ঢাকা: অবিলম্বে সচিবালয় ভাতা, রেশনিং ব্যবস্থা চালুকরণ ও মহার্ঘ ভাতাসহ ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

সোমবার (৭ মার্চ) সচিবালয়ের বাদাম তলায় পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নেতারা এই আহ্বান জানান।

 

সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে অবিলম্বে সচিবালয় ভাতা, রেশনিং ব্যবস্থা চালুকরণ ও মহার্ঘ ভাতাসহ ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা বলেন, রেশনের দাবির সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব আমাদের সঙ্গে একমত। তিনি আমাদের জানিয়েছেন জনপ্রশাসন সচিবের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন। সেজন্য আমাদের সবার একতাবদ্ধ থাকতে হবে। তাই সবার এক হওয়া দরকার।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির বলেন, যারা সচিবালয়ের বাইরে কাজ করে তারা আমাদের থেকে বেশি সুবিধা পায়। আমরা যারা সচিবালয়ের ভেতরে কাজ করি তারা তেমন সুযোগ-সুবিধা পাই না। এটা বড় ধরনের বৈষম্য। আমাদের বড় স্যাররা আমাদের কথা শোনেন না এবং আমাদের সুযোগ-সুবিধার বিষয়ে চিন্তাও করেন না।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।