ঢাকা, মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৮ এপ্রিল ২০২৫, ০৯ শাওয়াল ১৪৪৬

জাতীয়

শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ঢাকা: রাজধানীর তাঁতীবাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা এসব ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে তেল, সাবান, চকলেট, পারফিউম, ফেইসওয়াশ ও প্যান্টের কাপড়।

এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ৩৩ লাখ ৫৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

রোববার দিবাগত রাত ১২টার দিকে তাঁতীবাজার মোড়ে অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য জব্দ করে বংশাল থানা পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

বংশাল থানার বরাত দিয়ে তিনি জানান, রাতে বংশাল থানার একটি টিম মাদক উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তাঁতীবাজার মোড় সংলগ্ন এসএ পরিবহনের স্টোর রুমের সামনে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় অবৈধ পণ্য নিয়ে আসা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, আসামিরা দীর্ঘদিন যাবত অজ্ঞাতনামা আসামিদের সহায়তায় শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন বিদেশি পণ্য বাংলাদেশে নিয়ে এসে বিক্রি করতেন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫ 
এসসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।