ঢাকা, মঙ্গলবার, ২ বৈশাখ ১৪৩২, ১৫ এপ্রিল ২০২৫, ১৬ শাওয়াল ১৪৪৬

জাতীয়

নাসা গ্রুপের চেয়ারম্যানের স্ত্রীর নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
নাসা গ্রুপের চেয়ারম্যানের স্ত্রীর নামে মামলা

ঢাকা: ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ র্অজনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী ও এক্সিম ব্যাংকের পরিচালক নাসরিন ইসলামের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৩ এপ্রিল) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়রে সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০  টাকা মূল্যরে সম্পদের মালিকানা অসাধু উপায়ে র্অজন ও নিজ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
এসএমএকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।