ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২, ১৯ এপ্রিল ২০২৫, ২০ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই গ্রেপ্তার গ্রেপ্তার জসিম মিয়া

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বড় ভাই রুয়েল মিয়াকে (২৪) হত্যার দায়ে আপন ছোট ভাই জসিম মিয়াকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে চুনারুঘাট থানা পুলিশ।

নিহত রুয়েল ও গ্রেপ্তার জসিম ওই উপজেলার পাইকপাড়া ইউনিয়নে আবাদ গ্রামের আবু মিয়ার ছেলে।

জানা গেছে, গত মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে একটি গাছ কেটে বাড়ির আঙিনায় নিয়ে রাখেন বড় ভাই রুয়েল। ছোট ভাই জসিম সেই গাছ নিজের কাজে ব্যবহার করলে এনিয়ে দুই ভাইয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গাছের ডাল দিয়ে রুয়েলের মাথায় আঘাত করেন জসিম। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বুধবার (১৬ এপ্রিল) রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে পুলিশ বুধবার রাতে জসিমকে গ্রেপ্তার করে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করে বলেন, জসিমের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।