ঢাকা: হত্যা মামলার শামীম মিয়া ওরফে হেদা (২৬) এক জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর এটিইউর ময়মনসিংহের একটি আভিযানিক দল নালিতাবাড়ী থানা পুলিশের সহায়তায় গাজীপুরের টঙ্গীর বনমালা রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।
তিনি জানান, গ্রেপ্তার শামীম শেরপুরের ঝিনাইগাতীর থানার বনগাঁও পূর্বপাড়া গ্রামের মৃত শাহা আলীর সন্তান। তিনি ঝিনাইগাতী থানার একটি মামলার আসামি। মো. শামীম মিয়া ওরফে হেদা গ্রেপ্তার হয়ে শেরপুর জেলা কারাগারে আটক ছিলেন।
পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর উদ্ভূত সংকটপূর্ণ পরিস্থিতির সুযোগে আসামি মো. শামীম গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যান। কারা কর্তৃপক্ষ ওই ঘটনায় মামলা দায়ের করেন শেরপুর সদর থানায়। পরে আসামি দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। গ্রেপ্তার আসামিকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এমএমআই/জেএইচ