গাজীপুর: বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় তুসুকা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন।
রোববার (২০ এপ্রিল) সকাল থেকে কারখানার ভেতর কর্মবিরতি পালন ও বিক্ষোভ শুরু করেন তারা।
পুলিশ জানায়, কোনাবাড়ী এলাকায় তুসুকা গ্রুপের তুসুকা জিনস, তুসুকা ডেনিমসহ কয়েকটি কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি নিয়ে কারখানার ভেতর কর্মবিরতি পালন করে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার ভেতরে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করে। এদিকে কোনাবাড়ী পূর্বপাড়া এলাকায় অবস্থিত তুসুকা গ্রুপের একটি কারখানার শ্রমিকরা বাইরে এসে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ কারখানার সামনে অবস্থান করছে।
শ্রমিকদের দাবি বিজিএমইএ কাঠামো অনুযায়ী বেতন কাঠামোর ১০০ শতাংশ গ্রেডিং করতে হবে, ঈদের ছুটিতে কোনো জেনারেল ছুটি কাটা যাবে না, বাৎসরিক পিকনিকের আয়োজন করতে হবে, উপকার স্বজন প্রীতি চলবে না, কারখানায় যোগদান অনুযায়ী ছুটির টাকা দেওয়া ও শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, তুসুকা গ্রুপের কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে কারখানার ভেতর অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। খবর পেয়ে পুলিশ কারখানার সামনে অবস্থান নিয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
আরএস/আরবি