ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা ও সিটি কলেজ প্রসঙ্গে একটা স্থায়ী সমাধান দরকার: রমনা ডিসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
ঢাকা ও সিটি কলেজ প্রসঙ্গে একটা স্থায়ী সমাধান দরকার: রমনা ডিসি

ঢাকা: রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষের পর সেখানকার অবস্থা এখন শান্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ।

সেখানে দায়িত্বরত পুলিশের কর্মকর্তারা বলছেন, বারবার এমন ঘটনা কাঙ্ক্ষিত নয়। এসবের স্থায়ী সমাধান দরকার।

ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে। দুপুর ১২টার পর থেকেই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের নামফলক খুলে নেন। হামলা ও সংঘর্ষের ঘটনায় উভয় কলেজের একাধিক শিক্ষার্থী আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে শুরু থেকেই দুপক্ষকে থামাতে তৎপর হয় পুলিশ। পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি বলেন, বারবার এমন ঘটনা কাঙ্ক্ষিত নয়। এসবের স্থায়ী সমাধান দরকার।

ডিসি মাসুদ জানান, তাদের কাছে যে সিসিটিভি ফুটেজ এসেছে, সেখানে দেখা গেছে যে সায়েন্সল্যাব ওভারব্রিজের কাছাকাছি কিছু সাধারণ পোশাক পরা ছেলে একজনকে ফেলে দেন। এতে তিনি গুরুতর আহত হন এবং তাকে বেল্ট দিয়ে মারধরও করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই ঢাকা কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এসে সায়েন্সল্যাব এলাকায় প্রবেশের চেষ্টা করেন এবং কিছু অংশ ভেতরে ঢুকেও পড়েন।

মাসুদ আলম বলেন, পরিস্থিতি সামাল দিতে আমাদের দুটি টিয়ার শেল ছুঁড়তে হয়েছে। এরপর তারা ছত্রভঙ্গ হয়ে কিছু ভেতরে আর কিছু বাইরে চলে যায়। ঢাকা কলেজের শিক্ষক, এমনকি প্রিন্সিপাল স্যারের সঙ্গেও আমাদের কথা হয়েছে। আমরা সবাই মনে করছি—এটা আর নিছক কোনো একদিনের বিচ্ছিন্ন ঘটনা না, এটা এখন প্রায় নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই এর একটা স্থায়ী সমাধান দরকার।

তিনি আরও বলেন, আমাদের পুলিশ সদস্যদের মধ্যেও ২০-২৫ জন আহত হয়েছে, কারণ আমরা মাঝখানে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয়েছি। কিন্তু এই সংঘাত কতদিন চলবে? আমরা তো চাই না এমন ঘটনায় কেউ প্রাণ হারাক বা মারাত্মক ক্ষতির শিকার হোক। তাই আমরা চেষ্টা করছি ওপর মহলে যোগাযোগ করে দুই কলেজকে একত্রিত করে এই সমস্যার শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান করতে। বারবার বলছি—এটা আমাদের সবার দায়িত্ব যে যেন ভবিষ্যতে আর এমন কোনো ঘটনা না ঘটে।

জানা যায়, তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে জড়াচ্ছেন ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। সংঘর্ষের সূত্রপাত ঘটে ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে। পরে তাতে জড়িয়ে পড়ে পুরো কলেজ। নিউমার্কেট এলাকায় অবস্থিত এই দুই কলেজের শিক্ষার্থীরা শেষ আট মাসে অন্তত ১১টি ছোটবড় সংঘর্ষে জড়িয়েছেন। এসব ঘটনার প্রায় প্রত্যেকটির সূত্রপাত একই ধাঁচে।

মঙ্গলবারের আগে সর্বশেষ গত ১৫ এপ্রিল সংঘর্ষে জড়ান কলেজ দুটির শিক্ষার্থীরা। তারা জানান, সোমবার সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে মারধর করলে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সায়েন্সল্যাব এলাকায় যান। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দু’পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে একজন আহত হন।

ওইদিন ডিসি মাসুদ আলম বলেন, কী কারণে সংঘর্ষ হয়েছে তা শিক্ষার্থী এবং আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবেন না। ঘটনার সূত্রপাত সম্পর্কে পরে তদন্ত করে দেখব আমরা। তবে তারা (শিক্ষার্থীরা) মাঝে মধ্যেই এই কাজ (সংঘর্ষ) করে থাকে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।