ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

শিক্ষায় পিছিয়ে থাকায় গৃহকর্মীরা নির্যাতনের শিকার হন: উপদেষ্টা শারমীন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১:৩৬ এএম, এপ্রিল ২৮, ২০২৫
শিক্ষায় পিছিয়ে থাকায় গৃহকর্মীরা নির্যাতনের শিকার হন: উপদেষ্টা শারমীন কথা বলছেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

ঢাকা: মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমাদের দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে গৃহকর্মীদের অধিকার সুরক্ষিত হচ্ছে না। শিক্ষায় পিছিয়ে থাকার কারণে গৃহকর্মীরা কর্মক্ষেত্রে নির্যাতন ও হয়রানির শিকার হন।

রোববার (২৭ এপ্রিল) ঢাকায় সিরডাপ মিলনায়তনে গণস্বাক্ষরতা অভিযান আয়োজিত ‘গৃহকর্মীদের সুরক্ষা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নীতি সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

উপদেষ্টা বলেন, গৃহশ্রমিক কল্যাণ নীতি-২০১৫ বাস্তবায়ন না হওয়ায় গৃহশ্রমিকেরা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।  

তিনি বলেন, প্রান্তিক পর্যায় থেকে গৃহশ্রমিকদের কল্যাণ কার্যক্রম ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পাশাপাশি নাগরিক সমাজের সংগঠনগুলোকে কাজ করতে হবে।

শারমীন এস মুরশিদ আরও বলেন, বিবিএস জরিপ-২০২২ অনুযায়ী বাংলাদেশে গৃহকর্মীর সংখ্যা প্রায় ২৫ লাখ। এরমধ্যে ৯০ শতাংশ নারী, এর ৮০ শতাংশই শিশু এবং তাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তাই প্রতিটি শিশুকে বাধ্যতামূলকভাবে স্কুলে পাঠাতে হবে, ধর্মীয় শিক্ষার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষাও দিতে হবে। কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ হয়ে গৃহকর্মীগণ দেশে ও বিদেশে বেশি বেতনে চাকরি করতে পারবে।

গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান ও নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভিন হক, বিশ্বব্যাংকের পরামর্শক এবিএম খোরশেদ আলম, অক্সফাম ইন বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর মাহমুদা সুলতানা, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইন বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১:৩৬ এএম, এপ্রিল ২৮, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।