ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

‘অন্যায় আবদার’ থেকে রেহাই চাইলেন আইজিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩১, এপ্রিল ২৮, ২০২৫
‘অন্যায় আবদার’ থেকে রেহাই চাইলেন আইজিপি সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পুলিশ সপ্তাহ সংক্রান্ত ব্রিফিংয়ে কথা বলেন আইজিপি মো. বাহারুল আলম। ছবি: বাংলানিউজ

ঢাকা: বদলি, পদোন্নতিসহ বিভিন্ন আবদারে জর্জরিত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম। এসব আবদারকে ‘অন্যায়’ অভিহিত করে এর থেকে রেহাই চাইলেন তিনি।

পাশাপাশি বিধি-বিধান মেনে তাকে পুলিশ বাহিনী পরিচালনা করতে দেওয়ারও অনুরোধ জানিয়েছেন।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ‘পুলিশ সপ্তাহ-২০২৫’ নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ ও অনুরোধ জানান।

আইজিপি বলেন, আমরা (পুলিশ) জনগণের সেবক। আপনাদের (সাংবাদিক) ও দেশবাসীকে বলতে চাই, আমাদের ভুল-ত্রুটি ধরিয়ে দেন।

দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, আমি অনেক সময় অন্যায় আবদারের মুখোমুখি হই। অমুককে বদলি করে দেন, অমুককে ছেড়ে দেন, অমুককে পদক দেন- এসব আবদারও আসে। আমাকে বিধিবিধান মেনে পুলিশ বাহিনী পরিচালনা করার জন্য দেশবাসীর কাছে বিনীত প্রার্থনা করছি। আমি যেন বিধি-বিধান মেনে চলতে পারি। আমার প্রতি অন্যায় আবদার যতটুকু পারা যায় যেন কম হয়।

এর আগে আইজিপি ‘পুলিশ সপ্তাহ-২০২৫’ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর ও পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন>>মামলা দিয়ে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না: আইজিপি

এসসি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।