গাজীপুরে প্রায় দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সকালে গাজীপুর মহানগরের মালেকের বাড়ি এলাকায় ট্রাকচাপায় পোশাক কারখানার নারী শ্রমিক নিহত হয়।
নিহত নারী শ্রমিক নেত্রকোনার খালিয়াঝুড়ী থানার হাররকান্দি এলাকার কাউসার মিয়ার স্ত্রী চম্পা বেগম (১৮)। তিনি স্থানীয় ইন্টারলোপ গার্মেন্টসে হেলপার পদে চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মালেকের বাড়ি এলাকায় ট্রাকচাপায় পোশাক কারখানার শ্রমিক চম্পা বেগম ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনার জেরে উত্তেজিত জনতা ও পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে বেলা ১১টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় পোশাক কারখানার নারী শ্রমিক নিহত হওয়ার জেরে উত্তেজিত জনতা ও শ্রমিক মহাসড়ক অবরোধ করে রাখে। পরে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে বেলা ১১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আরএস/আরএ