জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
বৃহস্পতিবার (৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত ফাউন্ডেশনের বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই। তার ভাইয়ের স্মৃতিকে কেন্দ্র করে ২০২৪ সালের সেপ্টেম্বরে গণআন্দোলনের শহীদদের স্মরণে গঠিত হয় 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন'। সংগঠনটির সভাপতির দায়িত্ব পান অধ্যাপক ইউনূস এবং স্নিগ্ধ নিযুক্ত হন সেক্রেটারি ও পরে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে।
গত বছরের ১৮ জুলাই রাজধানীর আজমপুরে আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯তম ব্যাচের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ।
ঘটনার দিন মুগ্ধ আন্দোলনে অংশ নিয়ে শিক্ষার্থীদের মাঝে পানি ও বিস্কিট বিতরণ করছিলেন। ক্লান্ত আন্দোলনকারীদের উদ্দেশে বারবার বলছিলেন, ‘পানি লাগবে কারও, পানি’। এ সময় হাতে পানির কেস নিয়ে তিনি আজমপুর এলাকায় পৌঁছালে গুলিবিদ্ধ হন।
এমজে