ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজধানীতে নিজ বাসায় মিলল ২ বোনের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৯, মে ৯, ২০২৫
রাজধানীতে নিজ বাসায় মিলল ২ বোনের মরদেহ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুর পশ্চিম শেওড়াপাড়া এলাকায় একটি বাসায় মিলেছে আপন দুই বোনের মরদেহ।  

নিহতরা হলেন- মরিয়ম (৬০) ও সুফিয়া (৫২)।

শুক্রবার (৯ মে) রাত ১০টা ২৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

তিনি বলেন, মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার নিজ বাসা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, দুই বোনকে বাসায় রেখে বাইরে থেকে দরজায় তালা দিয়ে পরিবারের একজন বাইরে চলে যান। পরে তিনি ফিরে এলে তালা খুলে দেখতে পান দুই বোনের রক্তাক্ত নিথর মরদেহ পড়ে আছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো দ্বন্দ্বের কারণে দুই বোনকে মসলা বাটার শিলপাঠা ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এছাড়া অন্য কারণও হতে পারে। তদন্তে সত্যটা জেনে জানানো যাবে।

হত্যাকাণ্ডের বিষয়গুলো নিয়ে তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।