ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

উন্নত বাংলাদেশের যাত্রায় বিশ্ব নেতাদের অংশীদার হওয়ার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৪, মে ১১, ২০২৫
উন্নত বাংলাদেশের যাত্রায় বিশ্ব নেতাদের অংশীদার হওয়ার আহ্বান

ঢাকা: উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের যাত্রায় বিশ্বের ব্যবসায়ী নেতাদের অংশীদার হতে আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একসঙ্গে কাজ করতে হবে।

রোববার (১১ মে) ওসাকার কানসাই-এ অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপো ২০২৫-এ ‘বাংলাদেশ দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের (এমইটিআই) প্রতিমন্ত্রী ওগুশি মাসাকি। এছাড়া জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী উপস্থিত ছিলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন প্রবৃদ্ধি ও উন্নয়নের এক অনন্য উদাহরণ। দেশটি ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্যে কাজ করছে। তরুণ জনগোষ্ঠী ও স্থিতিশীল প্রবৃদ্ধি এই যাত্রাকে ত্বরান্বিত করেছে। ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বাজার এবং আসিয়ান অঞ্চলের কৌশলগত কেন্দ্রে অবস্থানের কারণে বাংলাদেশ এখন বৈশ্বিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ অংশীদার হওয়ার সম্ভাবনা রাখে।

তরুণদের দ্বারা সংঘটিত ‘জুলাই-আগস্ট বিপ্লব’ বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলেও উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, উন্নত দেশগুলো তৈরি পোশাক, চামড়া, ওষুধ, হালকা প্রকৌশল, আইটি, পাটজাত পণ্য ও সিরামিক খাতে বিনিয়োগ করতে পারে।

জাপানের প্রতিমন্ত্রী ওগুশি মাসাকি বলেন, ১৯৭২ সাল থেকে জাপান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে এবং তা ক্রমেই গভীর হচ্ছে। ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রক্রিয়াতেও জাপান সহযোগিতা অব্যাহত রাখবে।

এর আগে দুই দেশের প্রতিনিধি জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন করেন এবং পরে বাংলাদেশ ও জাপান প্যাভিলিয়ন ঘুরে দেখেন।

জিসিজি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।