ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়া থেকে নিখোঁজ হওয়ার একদিন পরে রোজা মনি নামে সাড়ে চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধারণা করছেন, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে তেজকুনি পাড়ার এলাকার একটি খালি জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করে একটি হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান শিশুটি অনেক আগেই মারা গেছে। নিহত রোজা মনি পরিবারের সঙ্গে তেজকুনিপাড়া এলাকায় থাকতো। তার বাবার নাম বরকত মিয়া। তিনি প্রবাসী। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে রোজা মনি সবার ছোট।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল দুপুরের দিকে শিশু রোজা মনিকে খুঁজে পাচ্ছিল না তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে তার সন্ধানে এলাকায় মাইকিং করা হয়। আজকে রোজা মনির বর্তমান ঠিকানা থেকে আনুমানিক ১শ থেকে ১৫০ গজদূরের একটি খালি জায়গায় তার মরদেহ পাওয়া যায়। চিকিৎসকরা জানিয়েছেন তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ওসি আরও জানান, নিহত শিশুদের বাড়ি নরসিংদী হলেও বর্তমানে তারা তেজগাঁও তেজকুনি পাড়ার একটি বাসায় পরিবারের সাথে থাকত। বিষয়গুলো পুলিশ তদন্ত করে দেখছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এজেডএস/এএটি