ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

সর্বজনীন পেনশনে চাঁদার হার কমেছে প্রবাসীদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪০, মে ১৪, ২০২৫
সর্বজনীন পেনশনে চাঁদার হার কমেছে প্রবাসীদের

ঢাকা: সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণকারী প্রবাসীদের জন্য স্বস্তির খবর দিয়েছে সরকার। প্রবাস পেনশন স্কিমে মাসিক সর্বনিম্ন চাঁদার হার ২ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে।

পাশাপাশি, বেসরকারি চাকরিজীবীদের জন্য প্রগতি পেনশন স্কিমে মাসিক সর্বোচ্চ জমার পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৪ মে) জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভায় এ সিদ্ধান্তগুলো গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ও পেনশন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. সালেহউদ্দিন আহমেদ।

সভায় গৃহীত অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে রয়েছে:

একজন চাঁদাদাতা পেনশনযোগ্য বয়সে উপনীত হওয়ার পর চাইলে তিনি তার মোট জমার সর্বোচ্চ ৩০ শতাংশ অর্থ এককালীন আর্থিক সুবিধা হিসেবে নিতে পারবেন।

প্রবাস এবং প্রগতি পেনশন স্কিমে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকের আয় কম হওয়ায় তাদের সুবিধার্থে সর্বনিম্ন মাসিক চাঁদা ২ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রগতি স্কিমে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকের আয় তুলনামূলকভাবে বেশি হওয়ায় তাদের জন্য মাসিক সর্বোচ্চ জমার সীমা ১৫ হাজার টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত সেবাকর্মীদের প্রগতি পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা হবে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষ আন্তর্জাতিক সামাজিক নিরাপত্তা সংস্থার (আইএসএসএ) সদস্যপদ লাভের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

জনগণের অংশগ্রহণ বাড়াতে পরিকল্পিত প্রচার:

সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে সাধারণ জনগণের মাঝে সচেতনতা বাড়ানোর জন্য ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এর অংশ হিসেবে: ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন প্রচার করা হবে। টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান, টকশো ও আন্তর্জাতিক খেলার সরাসরি সম্প্রচারে পেনশন স্কিমের বিজ্ঞাপন দেখানো হবে। প্রিন্ট মিডিয়াতেও বিজ্ঞাপন জোরদার করা হবে।

এছাড়া, সর্বজনীন পেনশন স্কিমের একটি ইসলামিক সংস্করণ চালুর সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী সভায় উপস্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জিসিজি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।