ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে দেড় কোটি টাকা দামের কষ্টিপাথরের মূর্তিসহ যুবক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৪, মে ১৬, ২০২৫
পঞ্চগড়ে দেড় কোটি টাকা দামের কষ্টিপাথরের মূর্তিসহ যুবক গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মাটিয়াপাড়া গ্রাম থেকে দেড় কোটি টাকা দামের একটি কালো রঙের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ আবু বক্কর ছিদ্দীক (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৫ মে) দিনগত রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে একই দিন বিকেলে দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের মাটিয়াপাড়া গ্রামে এক বাড়ি থেকে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ তাকে গ্রেফতার করেন র্যাব সদস্যরা।

গ্রেপ্তার আবু বক্কর ছিদ্দীক দেবীগঞ্জ উপজেলার পামুলী মাদারের ঝাড় গ্রামের মোবারক শেখের ছেলে।

প্রেস বিজ্ঞোপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৩ এর চলমান অভিযানের ভিত্তিতে ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মাটিয়াপাড়া গ্রামের গাধোয়া পুকুর সংলগ্ন মুকুলের বাড়িতে অভিযান পরিচালনা করে মূর্তিসহ তাকে গ্রেপ্তার করে।

মূর্তিটি দৈর্ঘে ৩২ ইঞ্চি ও প্রস্থে ১৩.৫ ইঞ্চির এবং ৩৩ কেজি ৫০০ গ্রাম ওজনের। জব্দকৃত কষ্টিপাথরের বাজার মূল্য দেড় কোটি টাকা। গ্রেপ্তার যুবককে দেবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।