ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

কাকরাইলে ইশরাক সমর্থকেরা, চলছে কর্মসূচি

সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৫, মে ২২, ২০২৫
কাকরাইলে ইশরাক সমর্থকেরা, চলছে কর্মসূচি ইশরাক সমর্থকদের অবস্থান। ছবি: ডি এইচ বাদল

ঢাকা: টানা অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা। তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তারা আন্দোলন করছেন।

বৃহস্পতিবার (২২ মে) সকালে রাজধানীর কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান করতে দেখা যায় ইশরাক সমর্থকসহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। রাতভর সেখানেই অবস্থান নিয়ে আন্দোলন করেন তারা।

এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের বৈধতা নিয়ে এবং শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর আজ আদেশ দেবেন হাইকোর্ট।  

বুধবার এই আদেশ দেওয়ার কথা ছিল। সে কারণে এদিন থেকে নেতাকর্মীরা যমুনা সংলগ্ন কাকরাইল মসজিদের মোড়ে অবস্থান নেন। দিনভর কর্মসূচি শেষে সারা রাত ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সেখানেই বসে স্লোগান দেন তারা।   

টানা কয়েকদিন নগরভবনের সামনে আন্দোলন করে বুধবার সকালে নেতাকর্মীরা মৎস্য ভবন মোড়, কাকরাইল মসজিদের সামনের মোড়সহ আশপাশের এলাকায় অবস্থান নেন। দিনভর চলে তাদের কর্মসূচি।

এদিন সন্ধ্যায় বিএনপি নেতা ইশরাক হোসেন অবস্থান কর্মসূচিতে এসে ঘোষণা দেন, মেয়র পদে দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন।  

এদিকে যমুনা ও কাকরাইল মোড় এলাকার আইনশৃঙ্খলা বাহিনীরা সতর্ক অবস্থানে রয়েছেন। হাইকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাইকোর্টের মূল গেটে পুলিশের পাহারা রয়েছে। ভেতরে রয়েছে সেনাবাহিনী ও বিজিবির অবস্থান। রয়েছে সাঁজোয়া যানসহ অন্যান্য সামরিক যান।

ডিএইচবি/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।