ঢাকা: বেশ কিছুদিন ধরেই বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষস্থানে ছিল রাজধানী ঢাকা। তবে সপ্তাহের শুরুতে বায়ুমানে দেখা গেছে খানিকটা উন্নতি।
সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার জানায়, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৬৯। এ স্কোর অনুযায়ী দূষণের দিক থেকে ঢাকার অবস্থান এখন ৩২তম।
একিউআই স্কোর ৬৯ ‘মাঝারি’ মানের হিসেবে বিবেচিত হয়। এ মান অনুযায়ী, সাধারণ মানুষের জন্য বায়ু মান তেমন সমস্যা সৃষ্টি না করলেও কিছুটা সংবেদনশীল ব্যক্তিদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়।
এদিকে একই সময়ে পাকিস্তানের লাহোর শহর ১৬৫ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে আছে ভারতের রাজধানী দিল্লি (১৫৮), তৃতীয় অবস্থানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৩৪), চতুর্থ অবস্থানে আছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা (১২৩) এবং পঞ্চম স্থানে রয়েছে চীনের হ্যাংজু শহর (১১৯)।
প্রসঙ্গত, আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ০-৫০ স্কোরকে ‘ভালো’, ৫১-১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১-১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। একিউআই স্কোর ১৫১-২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক এবং রোগীদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়।
এসআইএস