ঢাকা: রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের কাছে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
সোমবার (৩০ জুন) রাত ৮টা ৫ মিনিটের দিকে হাতিরপুলে গণসংহতি কার্যালয়ের পাশে দুই বিল্ডিং পরে রাস্তার ওপর এই ককটেল বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে দলটির নেতাকর্মীরা তাদের কার্যালয়ের সামনে জড়ো হন।
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, রাত ৮টা ৫ মিনিটের দিকে কিছু মোটরসাইকেল আরোহী এসে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এই ঘটনাটি ঘটলো এমন এক সময় যখন জুলাই আন্দোলনের এক বছর পূর্তি হচ্ছে। আমরা মনে করি জুলাই আন্দোলনকে ধূলিসাৎ করা ও জনগণের মধ্যে ভীতির সঞ্চার করতে এই ঘটনা ঘটানো হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
তিনি আরও বলেন, এই কাজ যারা করেছে তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা খুব জরুরি। না হলে এই ঘটনাগুলো বাড়তে থাকবে এবং এই ঘটনাগুলোর মাধ্যমে জনগণের মধ্যে ভীতি তৈরিতে তারা সফল হবে।
ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক। তিনি জানান, ককটেল বিস্ফোরণের পর নিউমার্কেট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এসসি/