ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

‘জুলাই সনদ’ ঘোষণা না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, জুলাই ১, ২০২৫
‘জুলাই সনদ’ ঘোষণা না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

জুলাই মাসের মধ্যে সরকার ‘জুলাই সনদ’ ঘোষণা না করলে চলতি বছরের ৩ আগস্ট সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে ‌‘জুলাইয়ের কফিন মার্চ’ ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।  

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে জুলাই সনদের দাবিতে শাহবাগ থেকে ফরেন সার্ভিস একাডেমি মুখে জুলাই জনতার লালমার্চ কর্মসূচি পালন করে সংগঠনটি।

শাহবাগ থেকে মিছিলটি বিকেল ৫টার দিকে কাকরাইল মোড়ে পৌঁছালে সেখানে পুলিশ তাদের আটকে দেয়। পরে সেখানেই ৬টা পর্যন্ত অবস্থান করেন তারা। পরে জুলাইয়ের কফিন মার্চ কর্মসূচি ঘোষণা দিয়ে তারা অবস্থান ত্যাগ করেন।

জুলাই মাসের মধ্যে সরকার ‘জুলাই সনদ’ ঘোষণা না করলে আগস্টের ৩ তারিখ সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে 'জুলাইয়ের কফিন মার্চ' ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী।  এ সময় পুরো জুলাই মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করার কথাও জানান তিনি।

‘জুলাই সনদ’ ঘোষণা না আসার পেছনে সরকারের নিষ্ক্রিয়তা ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাবকে দায়ী করে হাদী বলেন, সরকার জুলাই সনদের বিষয়ে আগ্রহ দেখাচ্ছে না, বিভিন্ন রাজনৈতিক দলগুলোও কোনো তৎপরতা দেখায়নি। জুলাইকে ধারণ করার কথা বললেও এসব সরকারের বিভিন্ন পদে বসে থাকা লোকেদের জুলাই আহতদের ও নিহতদের পরিবার নিয়ে কোনো মাথাব্যথা নেই। কিন্তু আমরা জুলাই সনদ আদায় না করে ক্ষ্যান্ত হবো না।

এনডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।