ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আফরোফা ইমদাদের মা মারা গেছেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৭, জুলাই ৬, ২০২৫
প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আফরোফা ইমদাদের মা মারা গেছেন প্রতীকী ছবি

বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ৩৫তম ব্যাচের কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আফরোফা ইমদাদের মা নাজমা আক্তার মারা গেছেন।

শনিবার (৫ জুলাই) রাত ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক (সিনিয়র তথ্য অফিসার) মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন ও মহাসচিব মো. মামুন অর রশিদ।

এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।