ঢাকা, সোমবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

জাতীয়

চুরির অভিযোগে দুই কিশোরকে বেঁধে মারধর, দেড় মাস আগের ভিডিও ভাইরাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৪, জুলাই ৬, ২০২৫
চুরির অভিযোগে দুই কিশোরকে বেঁধে মারধর, দেড় মাস আগের ভিডিও ভাইরাল

মাদারীপুর জেলার ডাসারে চুরির অভিযোগে দুই কিশোরকে বেঁধে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।  

দেড় মাস আগের এই ভিডিওটি রোববার(৬ জুলাই) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ডাসার পুলিশ বলছে, দেড় মাস আগে ভ্যান চুরির অভিযোগে ওই দুই কিশোরকে গোপালগঞ্জের কোটালীপাড়া থানাধীন ভাঙ্গারহাট এলাকার বাসিন্দারা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এর আগে তাদের বেঁধে পেটানো হয়।  

জানা গেছে, বেঁধে পেটানো ওই কিশোরের নাম জাকির কবিরাজ (১৭) ও হাসিব হাওলাদার (১৬)। জাকির ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া এলাকার বেলায়েত কবিরাজের ছেলে ও হাসিব একই ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামের কুদ্দুস হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের একটি বাড়িতে রাতের আধারে চুরি করতে যায় ওই দুই কিশোর। টের পেয়ে স্থানীয় লোকজন ওই দুই কিশোরকে আটক করে প্রথমে হাত বেঁধে রাখে। পরে সকাল হলে স্থানীয় লোকজন জড়ো হয়ে ওই দুই কিশোরকে একটি খুঁটির সঙ্গে বেঁধে লাঠিসোঁটা দিয়ে মারধর করে। এরপরেই ওই দুই কিশোরকে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় লোকজন।

এই ঘটনায় ধারণ করা ১০ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, হাত বাঁধা অবস্থায় দুই কিশোরকে বেঁধে মারধর করছেন স্থানীয় জনতা। পরে তাদের একটি খুঁটির সঙ্গেও বেঁধে রাখতে দেখা যায়।

এদিকে কাজীবাকাই ইউনিয়নের পূর্বমাইজপাড়া এলাকায় মহিউদ্দিন মাতুব্বরের বাড়িতে গত এক সপ্তাহ আগে একটি চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে এই চুরির সঙ্গে ওই কিশোর জাকির জড়িত। পরে পুলিশ জাকির কবিরাজের ঘরে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাই মালমাল উদ্ধার করে। পরে ওই মালামাল স্থানীয় এক ব্যক্তির জিম্মায় রাখেন। এ ঘটনার পর থেকে জাকির ও হাসিব পুলিশ পলাতক রয়েছে।

মারধরের ঘটনা জানতে চাইলে কিশোর জাকির কবিরাজ বলেন, আমি কোন চুরির সঙ্গে জড়িত নই। বিনা অপরাধে আমার ওপর চুরির দায় চাপানো হচ্ছে। আমাকে ও আমার এক বন্ধুকে বিনা কারণে শুধু মাত্র সন্দেহের জেরে বেঁধে রেখে মারধর করা হইছে। হাত বেঁধে মারধরের ঘটনা আরও আগের। এখন আবার নতুন করে আমার ঘরে চোরাই মাল পাওয়া গেছে অভিযোগ তুলে হয়রানি শুরু করেছে। এ কারণে আমি এলাকায় নাই।

জাকিরের বন্ধু হাসিব হাওলাদার বলেন, আমাদের দু'জনের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমাদের বিনা কারনে মারধর করে সেই ভিডিও ফেসবুকে ছেড়ে দিয়ে আমাদের চোর বানানো হচ্ছে। সমাজে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। অথচ কোনো চুরির সঙ্গে আমরা কেউ জড়িত না।

কাজিবাকাই এলাকার স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন মাতুব্বর বলেন, হাসিব ও জাকির দুজনই ছিঁচকে চোর। আমার ঘরেও চুরি হইছে। আমার ঘরের মালামাল পুলিশ জাকিরের ঘর থেকে উদ্ধার করেছে। পুলিশ সঠিকভাবে তদন্ত করে ওই দুই চোরকে গ্রেপ্তার করলেই চোরাই সব মালামাল উদ্ধার করতে পারবে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, হাত বেঁধে মারধরের ভিডিওটি আমি দেখেছি। দেড় মাস আগে ডাসারের পাশ্ববর্তী গোপালগঞ্জের কোটালীপাড়া থানাধীন ভাঙ্গারহাট এলাকায় ভ্যান চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছিল জাকির ও হাসিব। তখন তারা কিভাবে যেন ছাড়া পেয়ে যায়। তখন স্থানীয় লোকজন তাদের হাত বেঁধে মারধর করেছিল কিনা তা আমাদের জানা নেই।

তিনি আরও বলেন,ডাসার থানাধীন কোন এলাকায় তাদের বেঁধে পেটানো হয়নি। তবে জাকির ও হাসিব দুজনই স্থানীয় চোর। তাদের বিরুদ্ধে ডাসার থানায় চুরির একাধিক অভিযোগ রয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযানও চলমান রয়েছে।

এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।