রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তার নাম বোরহান উদ্দিন।
শুক্রবার (১১ জুলাই) এ তথ্য নিশ্চিত করে পুলিশ। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাতে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
নিহত বোরহান উদ্দিনের স্বজন সোহেল মিয়া জানান, বোরহান ডেমরার আমুলিয়া মডেল টাউনের শুকনা টেংরা এলাকায় থাকতেন। তিনি একটি কোম্পানির গাড়ি চালাতেন। রাতে কাজ শেষে নিজের মোটরসাইকেলে এক বন্ধুকে নিয়ে ডেমরা থানায় যাচ্ছিলেন একটি কাজে।
পথে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সিকদার ফিলিং স্টেশনের সামনে রমজান পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাসের চাকার নিচে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বোরহান। তার বন্ধু আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সোহেল জানান, বোরহানের বন্ধুকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, রাতেই নিহত ব্যক্তির মরদেহ ডেমরা থানা পুলিশ হাসপাতাল নিয়ে আসে।
এজেডএস/আরএইচ