ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, জুলাই ১৩, ২০২৫
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত প্রতীকী ছবি

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। রোববার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নিহতরা হলেন—আশরাফুল আলম (৩২) ও আহসানউল্লাহ সরদার (৬৩)।

জানা যায়, শনিবার (১২ জুলাই) রাতে বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালের সামনে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেলচালক আশরাফুল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই রাতে মিরপুর ১ নম্বর সেকশনের ফলের আড়তের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশার ধাক্কায় আহত হন আহসানউল্লাহ। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

নিহত আহসানউল্লাহর ছেলে ইয়াসিন আরাফাত জানান, তাদের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মিলন কান্দি গ্রামে। বর্তমানে মিরপুর দারুস সালাম জাহানারাবাদ বেড়িবাঁধ এলাকায় বসবাস করেন। তার বাবা মিরপুর ১ নম্বর ফলের আড়তের ম্যানেজার ছিলেন। শনিবার রাতে খাওয়া-দাওয়া শেষে আড়তে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

এদিকে আশরাফুলের চাচাতো ভাই হাসান আল আরিফ জানান, তাদের বাড়ি গাজীপুর জেলার জয়দেবপুর থানায়। আশরাফুলের বাবার নাম মৃত মোকসেদ আলী। রাতে মোটরসাইকেল চালিয়ে বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালের সামনে পৌঁছালে একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। পরে বিমানবন্দর পুলিশের সহায়তায় তাকে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, দুজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ