ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

পল্লবীতে ‘চাঁদা না পেয়ে’ হামলা-গুলির ঘটনায় গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১২, জুলাই ১৩, ২০২৫
পল্লবীতে ‘চাঁদা না পেয়ে’ হামলা-গুলির ঘটনায় গ্রেপ্তার ৩ প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীতে পাঁচ কোটি টাকা ‘চাঁদা দাবিতে’ আবাসন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও গুলির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ জুলাই) মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার সালেহ মুহম্মদ জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেন।

গত শনিবার (১২ জুলাই) রাতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃতরা হলেন- নিলয় হোসেন বাপ্পী, মামুন মোল্লা ও মোহাম্মদ রায়হান।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) সাচ্চু বিশ্বাস জানান, আসামিদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

গত শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় ‘এ কে বিল্ডার্স’ নামে আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে এসে হামলা চালায় বলে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছিলেন। হামলাকারীরা এ সময় চারটি গুলি করেছে বলেও সে সময় জানিয়েছিল পুলিশ। দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হন। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্র জানায়, চাঁদা দাবি ও হামলার ঘটনায় গত বৃহস্পতিবার পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ‘এ কে বিল্ডার্স’র চেয়ারম্যান কাইউম আলী খান।

জিডিতে তিনি অভিযোগ করেন, গত ২৭ জুন তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রথমবার হামলা করা হয়। এরপর ৪ জুলাই আবার হামলা করে অজ্ঞাতনামা ব্যক্তিরা। তারা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এসব ঘটনার পর গত শুক্রবার প্রতিষ্ঠানটিতে আবারও হামলা হলো।

এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ