ঢাকা: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিনকে রেলপথ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সোমবার (১৪ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. শেখ মইনউদ্দিনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহায়তা দেওয়ার জন্য উপদেষ্টার উপদেশক্রমে নির্বাহী ক্ষমতা অনুশীলনের কর্তৃত্বসহ প্রতিমন্ত্রীর মর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেন।
উল্লিখিত আদেশের অনুবৃত্তিক্রমে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহায়তা দেওয়ার জন্য ড. শেখ মইনউদ্দিনকে সমরূপ ব্যবস্থায় রেলপথ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হলো। রুলস অব বিজনেস অনুযায়ী তাকে রেলপথ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হলো।
এমআইএইচ/এএটি