ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

হজ প্যাকেজের অব্যয়িত অর্থ হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হচ্ছে: ধর্ম মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, জুলাই ১৬, ২০২৫
হজ প্যাকেজের অব্যয়িত অর্থ হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হচ্ছে: ধর্ম মন্ত্রণালয়

ঢাকা: হজ প্যাকেজের অব্যয়িত অর্থ ফেরত পেতে ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট বা ডেবিট কার্ড, নগদ বা বিকাশের কোনো তথ্য কাউকে না দেওয়ার পরামর্শ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (১৬ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় , ২০২৫ সনের সরকারি হজ প্যাকেজের অব্যয়িত অর্থ ইএফটি/বিইএফটিএন এর মাধ্যমে হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হচ্ছে।

এ টাকা পেতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট বা ডেবিট কার্ড, নগদ বা বিকাশের কোনো তথ্য কাউকে দেবেন না।

এসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।