ভারত বাংলাদেশের আসন্ন নির্বাচনকে স্বাগত জানিয়েছে। এ বিষয়ে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা নির্বাচনকে অবশ্যই স্বাগত জানাই।
ভিসা সরলীকরণ বিষয়ে মুখপাত্র বলেন, ‘প্রয়োজন ভিত্তিক ভিসা দেওয়া হচ্ছে। ছাত্র ও বিশেষ ক্ষেত্রে মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। ’ তবে ভিসার সংখ্যা কত সেটা তিনি বলেননি।
এর সঙ্গে তিনি যোগ করেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ইতিবাচক সম্পর্ক গড়তে চাই। এ কারণেই দুই দেশের সর্বোচ্চ রাষ্ট্র নেতা পর্যায়ে বৈঠক হয়। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ঢাকা সফর করেন। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনেরও বৈঠক হয়। ’
সৌজন্যে: বাংলাদেশ প্রতিদিনি