ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৪, জুলাই ১৮, ২০২৫
কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময় মো. তৌহিদ হোসেন ও সুপ্রদীপ চাকমা

ঢাকা: কাপ্তাই হ্রদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে আজ বিকেলে রাঙামাটিতে মতবিনিময় করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

শুক্রবার (১৮ জুলাই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দুই উপদেষ্টা রাঙামাটির বার্গি লেক ভ্যালি থেকে শুভলং ঝর্ণা, শুভলং বাজার হয়ে রাঙামাটি শহরের স্টেডিয়াম ঘাট পর্যন্ত স্পিডবোটে চড়ে কাপ্তাই হ্রদের সৌন্দর্য পরিদর্শন করেন।  

এ সময় তাদের সহধর্মিণী, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, পার্বত্য চট্টগ্রামের সৌন্দর্য হলো পাহাড় ও কাপ্তাই হ্রদ। এই হ্রদ পার্বত্য অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কাপ্তাই হ্রদকে মৎস্য চাষের উপযোগী করে গড়ে তুলতে হবে, যেন তীরবর্তী জনগণ এর সুবিধা থেকে বঞ্চিত না হয়।  

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ১৯৬০ সালে কাপ্তাই বাঁধের কারণে পার্বত্য এলাকার জনগণের যে ক্ষতি হয়েছে, তা ভুলে গিয়ে আমাদের অপার সম্ভাবনাময় কাপ্তাই হ্রদকে কাজে লাগাতে হবে। এই হ্রদ স্বর্ণের মতো মূল্যবান সম্পদ, যা পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়ক হবে।

এসকে/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।