ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

জুলাইয়ে কওমি মাদরাসার অবদান ছিনতাইয়ের চেষ্টা হলে ফের অভ্যুত্থান!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৪, জুলাই ১৯, ২০২৫
জুলাইয়ে কওমি মাদরাসার অবদান ছিনতাইয়ের চেষ্টা হলে ফের অভ্যুত্থান! জুলাইয় আন্দোলনে শিক্ষার্থী রেদওয়ান নাবিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা সমাবেশে ‘জুলাই আন্দোলনে কওমি মাদরাসার অবদান ছিনতাইয়ের চেষ্টা হলে ফের অভ্যুত্থানের হুঁশিয়ারি’ দিয়েছেন রেদওয়ান নাবিল। তিনি ২০২৪ সালের জুলাইয় আন্দোলনের একজন আহত এবং একজন কওমি শিক্ষার্থী।

শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জামীয় সমাবেশ চলমান। দুপুরে সমাবেশে অংশ নিয়ে নাবিল এ হুঁশিয়ারি দেন।  

কওমি মাদরাসার শিক্ষার্থীদের জুলাই আন্দোলনের অবদানকে ছিনতাই করার যেকোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যদি আমাদের অবদান জাতির সামনে তুলে ধরা না হয় এবং লুণ্ঠনের চেষ্টা করা হয়, তাহলে আরেকটি অভ্যুত্থান ঘটাতে পিছ পা হব না।  

যুদ্ধাহত কওমি শিক্ষার্থী রেদওয়ান নাবিল আরও বলেন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি কওমি মাদরাসার ছাত্ররাও জুলাই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছিল। হাসিনা সরকারের দমনপীড়নে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন আক্রান্ত হয়েছে, তেমনি কওমি মাদরাসার শিক্ষার্থীরাও কোনো অংশে কম ক্ষতিগ্রস্ত হয়নি।  

নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি নিজে ১৮ জুলাই উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলাম, টিয়ার সেলে আমার চেহারা পুড়ে গিয়েছিল, তবুও আমরা পিছ পা হইনি।

সাত দফা দাবিতে জামায়াতের এ সমাবেশ শুরু হয় দুপুর দুইটায়। এতে সভাপতিত্ব করছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

ইএসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।