ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সভাপতি তারেক, সাধারণ সম্পাদক মাসুদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৭, জুলাই ২০, ২০২৫
২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সভাপতি তারেক, সাধারণ সম্পাদক মাসুদ

২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মির্জা তারেক আহমেদ বেগ ও মো. মাসুদ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দুজনেই বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদে কর্মরত।

রোববার (২০ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (১৯ জুলাই) রাজধানীর পুলিশ অফিসার্স মেসে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় ব্যাচের উপস্থিত সদস্যরা দুই বছরের জন্য তাদের নির্বাচিত করেন।

নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এসপি মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, এসপি মো. মোতাহার হোসেন এবং এসপি কামারুম মুনিরা।

সংগঠনের নবনির্বাচিত নেতৃত্ব অচিরেই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলে জানা গেছে।

এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।