ঢাকা: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ১৯ জন নিহতের কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। আহত হয়েছে ১৬৪ জন।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী লামিমের বাবা স্থানীয় স্কুল শিক্ষক বলেছেন, আমার ছেলে প্রথমে ফোন করে বলেছে, স্কুলে বোম মেরেছে। কয়েকজন মারা গেছে। তাকে তার শিক্ষক নিয়ে যেতে বলেছেন। এখন হোস্টেলে আছে। সুস্থ আছে। আমার সঙ্গে কথা হয়েছে। সে ভয় পাচ্ছে, কান্নাকাটি করছে।
তার ছেলে আরও জানায়, তার সঙ্গে থাকা তিনজন ছাত্র মারা গেছে।
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন অর্ধশতাধিক।
সোমবার (২১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমানটি। এফ-৭ বিজেআই মডেলের এ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ৬০ জনকে বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।
জেএইচ