ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

মাইলস্টোনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

হোস্টেলে আছে লামিম, কাঁদছে ভয়ে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, জুলাই ২১, ২০২৫
হোস্টেলে আছে লামিম, কাঁদছে ভয়ে  মাইলস্টোনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: ছবি জি এম মুজিবুর

ঢাকা: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ১৯ জন নিহতের কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। আহত হয়েছে ১৬৪ জন।

এরই মধ্যে স্বজনহারাদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে পরিবেশ। অভিভাবকরা তাদের প্রিয় সন্তানদের খোঁজ করতে ছুটে বেড়াচ্ছেন হাসপাতাল থেকে হাসপাতালে।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী লামিমের বাবা স্থানীয় স্কুল শিক্ষক বলেছেন, আমার ছেলে প্রথমে ফোন করে বলেছে, স্কুলে বোম মেরেছে। কয়েকজন মারা গেছে। তাকে তার শিক্ষক নিয়ে যেতে বলেছেন। এখন হোস্টেলে আছে। সুস্থ আছে। আমার সঙ্গে কথা হয়েছে। সে ভয় পাচ্ছে, কান্নাকাটি করছে।

তার ছেলে আরও জানায়, তার সঙ্গে থাকা তিনজন ছাত্র মারা গেছে।

লামিমের বাবা

 রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন অর্ধশতাধিক।

সোমবার (২১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমানটি। এফ-৭ বিজেআই মডেলের এ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ৬০ জনকে বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।