ঢাকা: রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ঘটনায় উদ্ধার কাজের জন্য একটি এক্সেভেটর, একটি ক্রেন ভেতরে প্রবেশ করেছে। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনীর সদস্যদের পাশাপাশি ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি সোমবার (২১ জুলােই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
এমআইএইচ/আরআইএস