ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

বিধ্বস্ত বিমান উদ্ধারে মাইলস্টোন ক‍্যাম্পাসে ঢুকেছে এক্সেভেটর-ক্রেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৪, জুলাই ২১, ২০২৫
বিধ্বস্ত বিমান উদ্ধারে মাইলস্টোন ক‍্যাম্পাসে ঢুকেছে এক্সেভেটর-ক্রেন বিধ্বস্ত বিমান উদ্ধারে মাইলস্টোন ক‍্যাম্পাসে ঢুকেছে ক্রেন।

ঢাকা: রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ঘটনায় উদ্ধার কাজের জন্য একটি এক্সেভেটর, একটি ক্রেন ভেতরে প্রবেশ করেছে।  বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

আহত হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন অর্ধশতাধিক।

সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনীর সদস্যদের পাশাপাশি ফায়ার সার্ভিস, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি সোমবার (২১ জুলােই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।