ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

বরিশালে আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম ছবি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২২, জুলাই ২৩, ২০২৫
বরিশালে আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম ছবি গ্রেপ্তার

বরিশাল: বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম নগরের জিলা স্কুল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

পরে তাকে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ছগির হোসেন।

তিনি জানান, ৫ আগস্টের পর থেকে গ্রেপ্তার মনিরুল ইসলাম আত্মগোপনে ছিলেন। বিশেষ একটি অভিযান পরিচালনা করে তাকে জিলা স্কুল সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, বিএনপি অফিসে হামলা ভাঙচুর অগ্নিসংযোগসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মনিরুল ইসলাম ছবি।  

জুলাই- আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে ছিলেন তিনি। তবে ৫ আগস্টের পর তিনি বরিশাল নগরীতেই আত্মগোপনে ছিলেন।

এমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।