ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

অগ্নিদগ্ধদের চিকিৎসা সহায়তা দিতে চায় তিন দেশ 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, জুলাই ২৩, ২০২৫
অগ্নিদগ্ধদের চিকিৎসা সহায়তা দিতে চায় তিন দেশ  উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত।

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ ব্যক্তিদের জন্য জরুরি চিকিৎসা সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে ভারত, চীন ও জাপান। বাংলাদেশ সরকারের সাড়া পেলেই এসব দেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা আসবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধদের চিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে ভারত, চীন ও জাপান। অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য কি কি সহায়তা প্রয়োজন এসব দেশ ইতোমধ্যেই জানতে চেয়েছে। বাংলাদেশের চাহিদা অনুযায়ী এসব দেশ চিকিৎসা সহায়তা দেবে।

এদিকে বুধবার (২৩ জুলাই) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় জানিয়েছে। অগ্নিদগ্ধ ব্যক্তিদের  চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিয়ে অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের একটি দল শিগগিরই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তারা রোগীদের অবস্থা মূল্যায়ন করবেন এবং প্রয়োজনে ভারতে আরও চিকিৎসা এবং বিশেষায়িত সেবার জন্য সুপারিশ করবেন। তাদের প্রাথমিক মূল্যায়ন এবং চিকিৎসার ওপর নির্ভর করে অতিরিক্ত চিকিৎসা দলও পৌঁছাতে পারে।

প্রসঙ্গত, সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ৩১ জন মারা গেছেন। আহত হয়েছেন ১৭০ জন।

টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।