ঢাকা, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাবিত ‘শান্তির সংস্কৃতি’ ঘোষণাপত্র গৃহীত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৮, জুলাই ২৬, ২০২৫
জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাবিত ‘শান্তির সংস্কৃতি’ ঘোষণাপত্র গৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রস্তাবিত ‘শান্তির সংস্কৃতির ওপর ঘোষণাপত্র ও কর্মসূচি’ সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। শনিবার (২৬ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

স্থায়ী মিশন জানায়, ১৯৯৯ সালে বাংলাদেশের উদ্যোগে এ প্রস্তাবটি বৈচিত্র্য, সহনশীলতা, সংহতি এবং অহিংসার মতো মৌলিক মূল্যবোধকে উৎসাহিত করে। এটি শিক্ষা, সংলাপ ও সহযোগিতার মাধ্যমে বিশ্বজুড়ে শান্তি প্রচারে দেশগুলোর জন্য একটি কাঠামো প্রদান করে।

অধিবেশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বিশ্বে ক্রমবর্ধমান ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ ও দেশগুলোর মধ্যে সহানুভূতির অভাবের প্রেক্ষাপটে শান্তির সংস্কৃতি লালন করার গুরুত্বের ওপর জোর দিয়ে প্রস্তাবটি উত্থাপন করেন। এই প্রস্তাবে ৯৬টি সদস্য রাষ্ট্রের কো-স্পন্সর ছিল।  

টিআর/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।