ঢাকা, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

মোহাম্মদপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৩, জুলাই ২৬, ২০২৫
মোহাম্মদপুরে ছুরিকাঘাতে যুবক নিহত মোহাম্মদপুরের ম্যাপ।

রাজধানীর মোহাম্মদপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ভেতরে ছুরিকাঘাতে ফজলে রাব্বি সুমন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।  

শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় স্বজন ও বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত সুমনের স্ত্রী মঞ্জুমা আক্তার জানান, তাদের বাড়ি ভোলা সদর উপজেলার পখিয় গ্রামে। তার বাবার নাম বশির উদ্দিন। বর্তমানে মোহাম্মদপুর পাবনা হাউস গলিতে থাকেন। সেখানে একটি হার্ডওয়ারের দোকানে কাজ করতেন তার স্বামী।

তিনি আরও জানান, সুমন মোহাম্মদপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ভেতরে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে। সেখানে মুন্না নামে এক ছেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। ঘটনার পরে সুমনের বন্ধুরা তাকে প্রথমে শিকদার মেডিকেল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানতে পেরেছি সুমনের কাছ থেকে একটি মোবাইল নিয়ে গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মোহাম্মদপুর এলাকা থেকে স্বজন ও বন্ধুরা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম জানান, মোহাম্মদপুর বুদ্ধিজীবী এলাকায় সুমন নামে এক যুবক খুন হয়েছেন। জানতে পেরেছি মুন্না নামে এক যুবক তাকে হত্যা করেছেন। মুন্না ও সুমন পূর্ব পরিচিত। তারা মোহাম্মদপুর এলাকায় একইসঙ্গে চলাফেরা করতেন। দুজনের নামেই আগে থানায় মামলা রয়েছে। আরও বিস্তারিত জানতে মাঠে কাজ করছে পুলিশ।

এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।