রাজধানীর মোহাম্মদপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ভেতরে ছুরিকাঘাতে ফজলে রাব্বি সুমন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতালে মৃত সুমনের স্ত্রী মঞ্জুমা আক্তার জানান, তাদের বাড়ি ভোলা সদর উপজেলার পখিয় গ্রামে। তার বাবার নাম বশির উদ্দিন। বর্তমানে মোহাম্মদপুর পাবনা হাউস গলিতে থাকেন। সেখানে একটি হার্ডওয়ারের দোকানে কাজ করতেন তার স্বামী।
তিনি আরও জানান, সুমন মোহাম্মদপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ভেতরে গিয়েছিলেন বন্ধুদের সঙ্গে। সেখানে মুন্না নামে এক ছেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। ঘটনার পরে সুমনের বন্ধুরা তাকে প্রথমে শিকদার মেডিকেল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানতে পেরেছি সুমনের কাছ থেকে একটি মোবাইল নিয়ে গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মোহাম্মদপুর এলাকা থেকে স্বজন ও বন্ধুরা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম জানান, মোহাম্মদপুর বুদ্ধিজীবী এলাকায় সুমন নামে এক যুবক খুন হয়েছেন। জানতে পেরেছি মুন্না নামে এক যুবক তাকে হত্যা করেছেন। মুন্না ও সুমন পূর্ব পরিচিত। তারা মোহাম্মদপুর এলাকায় একইসঙ্গে চলাফেরা করতেন। দুজনের নামেই আগে থানায় মামলা রয়েছে। আরও বিস্তারিত জানতে মাঠে কাজ করছে পুলিশ।
এজেডএস/আরবি