রাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় প্রান্ত পাল (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ জুলাই) রাত ১০টা ১৫ মিনিটের দিকে বঙ্গভবনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রান্ত তার বাবা উজ্জ্বল পালের সঙ্গে নিউমার্কেট এলাকায় ঝালমুড়ি বিক্রি করতেন। দিনশেষে তারা দুইজন আলাদা বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে প্রান্ত আগে থাকায় একাই এগিয়ে যাচ্ছিল। গুলিস্তান বঙ্গভবনের কোণায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া প্রান্তের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গোনকরকাঠি গ্রামে। বর্তমানে তারা শ্যামপুর মাতবরবাজার এলাকায় বসবাস করেন।
নিহতের বাবা উজ্জ্বল পাল কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা দুইজন সারাদিন কষ্ট করে ঝালমুড়ি বিক্রি করি। রাতে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে গেল। আমার ছেলেটা আর ফিরবে না।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরটিকে স্বজনরা হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এজেডএস/এএটি