‘জুলাই সনদের’ একটি খসড়া প্রস্তুত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে তা চূড়ান্ত করে সংলাপ কার্যক্রম শেষ করার পরিকল্পনার কথা জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে অনুষ্ঠিত সংলাপের দ্বিতীয় পর্যায়ের ১৯তম দিনের বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ কথা জানান।
আলী রীয়াজ বলেন, ‘জুলাই সনদ’ শীর্ষক একটি খসড়া প্রস্তুত করা হয়েছে, যা আগামী সোমবারের (২৮ জুলাই) মধ্যেই রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। খসড়াটিতে জাতীয় সনদের একটি প্রাথমিক পটভূমি উপস্থাপন থাকবে এবং সব দলের মতামত ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতেই হবে চূড়ান্ত রূপ।
আলোচনা এগিয়ে নিতে আজকের সংলাপ রাত ১০টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি। আজকের বৈঠকে আলোচ্য বিষয়- রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার প্রসারণের প্রস্তাব ও একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা।
সূচনা বৈঠকে কমিশনের আলোচ্য ২০টি বিষয়ের মধ্যে ইতোমধ্যে ১০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান অধ্যাপক রীয়াজ। যদিও কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে, যা বিরোধী মত হিসেবে লিপিবদ্ধ হয়েছে। সাতটি বিষয়ে এখনো ঐকমত্য হয়নি এবং বাকি তিনটি বিষয়ে আলোচনা চলমান রয়েছে। অসমাপ্ত বিষয়গুলোর ওপর আরও আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে।
আজকের সংলাপে ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশগ্রহণ করেন। যাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিল বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
এসবিডব্লিউ/আরবি