ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

মাইলস্টোনে ছুটি বাড়ল আরও তিনদিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, জুলাই ২৮, ২০২৫
মাইলস্টোনে ছুটি বাড়ল আরও তিনদিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ছবি: সংগৃহীত

তৃতীয় দফায় আরও তিনদিন—মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (২৯, ৩০ ও ৩১ জুলাই) ছুটি ঘোষণা করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাস। আগামী রোববার (৩ আগস্ট) খুলবে প্রতিষ্ঠানটি।

সোমবার (২৮ জুলাই) বিকেলে প্রতিষ্ঠানটির ভাইস-প্রিন্সিপাল (প্রশাসন) মো. মাসুদুল আলম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি শাখায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে প্রথম দফায় ২২, ২৩ ও ২৪ জুলাই (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) তিনদিনের ছুটি ঘোষণা করা হয়। এরপর দ্বিতীয় দফায় ২৭ ও ২৮ জুলাই (রোব ও সোমবার) ছুটি ঘোষণা করা হয়, যা আজ শেষ হচ্ছে। সর্বশেষ তৃতীয় দফায় আবারও তিনদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, বিমান দুর্ঘটনার পর থেকে শিক্ষকরা অভিভাবকদের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ করছেন। শিক্ষার্থীদের মানসিক সাপোর্ট নিশ্চিত করতে এই যোগাযোগ ও আলোচনা করা হচ্ছে, যা কাউন্সেলিংয়ের একটি অংশ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ধাপে ধাপে ছুটি বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, সব প্রস্তুতি শেষে আগামী রোববার (৩ আগস্ট) দিয়াবাড়ি ক্যাম্পাসে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে।

জেডএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।